বাংলার ভোর প্রতিবেদক
যশোরের পুলেরহাট আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স মাদরাসার সদস্য সম্মেলন ও খুতবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স মাদরাসার উদ্যোগে সদস্য সম্মেলন ও জুম’আর খুতবা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বাঘা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পরিচালক ও মাসিক আল-ইখলাছের সম্পাদক শায়খ ডক্টর মুযাফফর বিন মুহসিন। তিনি মাদরাসার কার্যনির্বাহী পরিষদ, সাধারণ পরিষদ ও উপদেষ্টা পরিষদের নামের তালিকা ঘোষণা করেন।

এ সময় তিনি উপস্থিত অভিভাবক সদস্যদেরকে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাদরাসায় সন্তান ভর্তির বিষয়ে তাকিদ প্রদান করেন। সদস্য সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মামুন অর রশিদ, অধ্যাপক আকবার হোসাইন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক, মাদরাসার শিক্ষকবৃন্দ এবং মাদরাসার অন্যান্য সদস্যবৃন্দ। সদস্য সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ডাক্তার মোসলেম উদ্দিন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version