বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী। তিনি বলেন, দেশের যেকোন সংকটকালে আনসার বাহিনী স্ব-স্ব অবস্থান থেকে কাজ করেছে। বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এই দেশকে সম্মানিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যখন পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন; তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সকল সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সকল সক্ষমতা সমুন্নত রেখেছেন। তাই এ বিভাগের সকল সদস্যদের সততা, দক্ষতা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জিন নাজমুস সাদিক, জেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এফতেখারুল ইসলাম, যশোর জেলা কমান্ড্যান্ট আল আমিন, সাতক্ষীরা জেলা কমাণ্ড্যান্ট আশরাফুজ্জামান। সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে এই দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা।
শিরোনাম:
- যশোরে এনসিপির লিফলেট বিতরণ
- যশোরে দুদিনে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- দেশ অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে : নার্গিস বেগম
- কল্যাণকর রাষ্ট্র কায়েমে কাজ করুন : অধ্যাপক গোলাম রসুল
- ডেঙ্গু প্রতিরোধে যশোর কেন্দ্রীয় কারাগারে মশক নিধন অভিযান
- চিত্রা মডেল কলেজে রোস্তম আলী মোল্যার ৫ লাখ টাকা অনুদান
- যশোরে মাদককারবারি আটক
- যশোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ১৯ জুলাই