নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন যশোর জেলার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এ সময় তিনি বলেন, প্রতিটি মানুষের মধ্যেই দুর্নীতি  নিমজ্জিত রয়েছে। সমাজ ও দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। প্রতিটি মানুষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সমাজ দুর্নীতিমুক্ত করতে হলে কঠোর আইন প্রণয়ন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, টিআইবি সভাপতি শাহীন ইকবাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন

Share.
Exit mobile version