বাংলার ভোর প্রতিবেদক

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য স্লোগানে যশোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যশোরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট নাসিমা খাতুন, এনজিও সমন্বয়ক শাহাজাহান নান্নু প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জুলাই আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি নারীদের এগিয়ে যাওয়ার কথা বলেন। বর্তমান সময়ে পুরুষের পাশি পাশি নারীর অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান বলেন, এক জন পুরুষের পূর্ণতা আসে একজন নারীর মাধ্যমে। তবে, আমরা আমাদের নারীদের সেভাবে গড়ে তুলতে পারি না। প্রকৃতপক্ষে নারীরা স্বাধীন না। একজন ছেলের মত নারী সমাজে অবাধে চলতে পারে না। নারী স্বাধীনতা পেলে অর্থনৈতিক মুক্তি আসবে। কন্যা শিশুদের আমরা এগিয়ে যেতে সহযোগিতা করব। নারীর মুক্তি হবে সেদিন যেদিন নারী নিজেই বিয়ে করবে তাকে বিয়ে দিতে হবে না।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version