বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ‘আল কুদস’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের আরএন রোডে ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন ও ইসরাইলী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইনকিলাব এ মাহদি মিশন যশোরের আয়োজনে সমাবেশ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে ইনকিলাব এ মাহদি মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আল মোস্তফা ইউনিভার্সিটির গবেষনা ডিপার্টমেন্টের প্রধান মাওলানা মিজানুর রহমান, মুড়লি ইমামবাড়ি কমিটির সভাপতি এহতেশাম উল আলম প্রতিক, উপদেষ্টা আতাহার হোসাইন, ও পেশ ইমাম ইকবাল হোসাইন প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, আজ সারা পৃথিবীর মুসলিমরা ঈদের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি শিশুরা মৃত্যুর প্রহর গুনছে। বর্বর ইসরাইলী বাহিনী তাদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাই বিশ্বের সকল মুসলিমদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের সাথে সম্পর্ক না রাখার আহ্বান জানান বক্তারা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version