বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু ও যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের জাহিদ হাসান।
কোতোয়ালি থানার এসআই আব্দুস সবুর জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নেতাকর্মীরা নাশকতা চালায়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। আটকদের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
তাদেরকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।