বাংলার ভোর প্রতিবেদক
একটি ইউরেশীয় কুট নামে পরিচিত জলচর পাখি দেখতে পেয়ে জায়েদ বিন সাবিত তার নিজের কাছে রাখে। মঙ্গলবার সকালে যশোর সামাজিক বন বিভাগকে জানান তিনি।
খবর পেয়ে তৎক্ষণাত যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অমিতা মন্ডল, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খলেক, রেঞ্জ অফিসার ইসতিয়াক আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
সোমবার সকালে যশোর শহরের আরএন রোডস্থ রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় এই পাখিটি দেখতে পান জায়েদ বিন সাবিত।
পরবর্তীতে পাখিটির পরিচর্যা এবং অবমুক্তির জন্য বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শার্শার কাছে হস্তান্তর করা হয়।
জায়েদ বিন সাবিত বলেন, রোববার রাতে যশোরে ঝড়-শিলা বৃষ্টির কবলে পরে পাখিটি আঘাত প্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে ছিল। পাখিটির ডানায় ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।