বাংলার ভোর প্রতিবেদক

কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় চিহ্নিত সন্ত্রাসীরা যশোর সদরের বাহাদুরপুর পশ্চিমপাড়ার এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার ১৯ আগষ্ট রাতে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওই গ্রামের উজ্জল শেখের স্ত্রী সোনিয়া বেগমের পিটিশন নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেন। মামলায় আসামি করেন, প্রতিবেশী মকবুল হোসেনের ছেলে জামাল হোসেন।

মামলায় বাদি উল্লেখ করেন, আসামি জামাল হোসেন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। বাদি ও আসামীর বাড়ির পাশাপাশি। বাদি তার ৩ মেয়ে সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছে। বাদির স্বামী ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। বাদীর বড় মেয়ে ফারজানা ইয়াসমিনকে (১৮) দীর্ঘদিন ধরে আসামি জামাল হোসেন উত্যক্ত করে আসছিল। বাদি ও তার স্বামী উত্যক্ত না করার জন্য আসামীকে শত অনুরোধ সত্বেও রাস্তাঘাটে, কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করতে থাকে। গত ৪ আগষ্ট জামাল হোসেনের অভিভাবকদের উত্যক্তের বিষয় জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা বললে জামাল হোসেন বাদির পরিবারের উপর ক্ষিপ্ত হয়। দেশে রাজ নৈতিক সংকটের কারনে ও সুযোগে জামাল হোসেন বাদির বাড়িতে ৫ আগস্ট গভীর রাত আড়াইটার সময় অনধিকার প্রবেশ করে ভাংচুর শুরু করে ক্ষতিসাধন করে।

বাদির বাড়ির শোকেজ, ড্রেসিং টেবিল, আলনাসহ আসবাবপত্র ভাংচুর করে অনুমান ৭০ হাজার টাকা ক্ষতি সাধন করে। পরে ঘরে আগুন ধরিয়ে দেয়। বাদি ও তার মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী ভবিষ্যতে বাদির মেয়েকে অপহরণ, ধর্ষনসহ খুনের হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আগুন নিভে ফেলে। বাদি থানায় মামলা করতে গেলে থানায় মামলা করার পরিবেশ না থাকায় কোর্টে মামলা করার পরামর্শ দিলে আদালতে হাজির হয়ে মামলা করলে আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে মামলা রেকর্ড হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version