বাংলার ভোর প্রতিবেদক
ডেনমার্কে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার একটি এজেন্সির তিন কর্মকর্তার নামে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়ার মফিজুল ইসলাম ইমন মামলাটি করেছেন।

অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন ঢাকা মিরপুর-১ এর উশা রহমান এজেন্সির সিনিয়র কনসালটেন্ট উশা রহমান, সজীব খান ও তানজিলা আহমেদ।

অভিযোগে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উশা রহমান আইডিতে ডেনমার্কে যাওয়ার বিজ্ঞপ্তি দেখে ইমন আসামিদের সাথে যোগাযোগ করেন।

তাদের প্রস্তাবে রাজি হয়ে আসামিদের ইমনসহ ৭ জন মোট ১৮ লাখ ৫ হাজার টাকা দিয়েছিলেন কাগজপত্র প্রস্তুতসহ ডেনমার্কে চাকরির জন্য। পরবর্তীতে আসামিরা তাদের ডেনমার্কে পাঠাতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চান।

কিন্তু টাকা না দিয়ে আজ না কাল বলে ঘোরাতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Share.
Exit mobile version