বাংলার ভোর প্রতিবেদক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর উদীচী শিল্পী গোষ্ঠির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের ঈদগাহমোড়ে আইনজীবী ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

উদীচী যশোর জেলা ও উপজেলা শাখা পর্যায়ের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে প্রাণের আবেগে গেয়ে ওঠে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত।

কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আমিনুর রহমান হিরু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, মাহবুবুর রহমান মজনু, অধ্যাপক সোলজার রহমান, উদীচীর সহ সাধারণ সম্পাদক আসিফ নিপপন, আলমগীর কবীর প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version