বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর পৌর কমিউনিটি সেন্টারে সাংগঠনিক কার্যক্রম গতিশীল, কমিটি গঠন ও দলের নিবন্ধন প্রক্রিয়ার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্না। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, ইয়াহিয়া জিসান ও সালমান জাবেদ।
যশোর জেলা দপ্তর (বিশেষ দায়িত্বপ্রাপ্ত) সাজিদ সরোয়ারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রভাষক এমদাদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব সাঈদ সান, যশোর জেলা সংগঠক আসিফ সোহান, আসমা খাতুন, খন্দকার রুবাইয়া, নুরুজ্জামান, ফরহাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলার মুখপাত্র সোহানুর রহমান, এনসিপি’র সদর উপজেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, বাঘারপাড়া উপজেলা সংগঠক আব্দুল্লাহ আল মামুন, বসুন্দিয়া ইউনিয়ন সংগঠক আব্দুল আলিম ও সাধারণ জনতা মারুফ হাসান কাজল।