বাংলার ভোর প্রতিবেদক
যশোরের এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেডের জমি জোর করে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি ভূমিদস্যু চক্র। প্রতিষ্ঠানের নিজ নামীয় সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৫৯ শতক জমি স্থানীয়রা দখলের পায়তারা করছে। দিনরাত সন্ত্রাসী চক্রের নানা ধরনের হুমকি ধামকির কারণে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা জমিতে যেতে পারছেন না। এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মুনায়েম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দিয়েও কোনো প্রতিকার পাননি। নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।
পরিচালক আব্দুল মুনায়েমের অভিযোগ, রামনগর মৌজার তিনটি খতিয়ানে ও চারটি দাগে ৫৯.৫০ শতক জমি এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেডের নামে কেনা হয় ২০১৭ সালের এপ্রিলে। এরপর তারা পুরো জমি টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নেন। এছাড়া ওই জমিতে তারা পাকা ঘর তৈরি করে সেখানে জ্বালানী গ্যাস ও সিলিন্ডারের ব্যবসা শুরু করে। এর মাঝে গত ২৫ এপ্রিল ওই জমির টিনের বেড়া সরিয়ে প্রাচীর দেয়ার কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। দুইদিন পর স্থানীয় একদল সন্ত্রাসী এসে কাজে বাধা দেয়। এমনকি তাদের রাজমিস্ত্রিকে মারপিট করে জখম করে। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সেখানে যেয়ে রাজমিস্ত্রিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন, এ ঘটনার নেপথ্যে রয়েছেন রাজারহাটের ইয়াসিন উদ্দীন চুন্নু নামের একজন। ওই চুন্নুই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে তাদের কাছে নানাভাবে চাঁদা দাবি করে আসছেন। শুধুই তাই নয়, জাল একটি দলিল তৈরি করে ওই জমি তার বলে দাবি করছেন। তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে নিয়ে বিষয়টি বেশ কয়েকবার মিমাংসা করা হয়েছে। তারা চুন্নুকে প্রতিহত করার চেষ্টাও করেছে। কিন্তু চুন্নু কারও কথায় শুনের হুমকি ধামকি দিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।