বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট ইরুফা সুলতানা এবং বিশেষ অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনারের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা।

এছাড়া সভায় রূপান্তর, রাইটস যশোর, জাগরণী চক্র ফাউণ্ডেশন, সলিডারিটি সেন্টার বাংলাদেশ, এডোর, ঢাকা আহসানিয়া মিশন, ব্লাস্ট, ধারা, মাসুদুর খান ফাউণ্ডেশন, জয়তী সোসাইটি, কেএমএসএস, আফনান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বমসা, পেন ফাউণ্ডেশন, আশরাফ ফাউণ্ডেশন, দি সলভেশন আর্মিসহ ১৯ টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের কার্যক্রমসহ মানব পাচার প্রতিরোধে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের সিদ্ধান্ত পর্যালোচনা, মানব পাচারের বর্তমান ধরন/কৌশল, মানব পাচার প্রতিরোধে কমিউনিটির সম্পৃক্ততা ও সিটিএন সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা এবং এওয়ার্নেস, প্রিভেনশন ও সারভাইভারদের সেবা নিশ্চিতে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের দায়িত্বাবলী ও উদ্দেশ্য সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল ও রাইটস যশোরেরপ্রোজেক্ট কো-অর্ডিনেটর বাদশা মিয়া। সঞ্চালনা করেন রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল। সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version