বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কিশোর কন্ঠ ফাউণ্ডেশনের উদ্যোগে কিশোর কন্ঠ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে কিশোর কন্ঠ ফাউন্ডেশন যশোরের চেয়ারম্যান আহমেদ ইব্রাহিম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের উপদেষ্টা অধ্যাপক গোলাম কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন ফাউণ্ডেশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শামসুজ্জামান, সহকারী পরিচালক উবায়দুল্লাহ হুসাইন, সাহিত্য সচিব তৌহিদুজ্জামান এবং শিক্ষা সচিব মুজাহিদ তামিমসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তোলার জন্য কিশোর কন্ঠ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের শিশু কিশোররা মেধাভিত্তিক জ্ঞান চর্চা করতে পারবে এবং একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
উল্লেখ্য, গত বছর ১৩ ডিসেম্বর যশোর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৪২ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৬ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।