বিবি প্রতিবেদক
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান এমপি বলেছেন, সব এলাকায় নৌকা চলে না। নদীতে নৌকা চলে। কিন্তু প্রতিটি বাড়িতে কুলা লাগে। তাই ভোটে কুলা প্রতীককে বেছে নিন। গতকাল তিনি যশোর-৩ আসনে বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজলকে কুলা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যশোর-৩ আসনে কুলা প্রতীকের প্রার্থী মারুফ হাসান কাজল সৎ ও ভদ্র মানুষ। তিনি গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। এজন্য তাকে জয়ী করার বিকল্প নেই।
তিনি প্রার্থী মারুফ হাসান কাজলকে সাথে নিয়ে রাত পর্যন্ত যশোর শহর ও সদর এলাকায় প্রচারণা করেন। তিনি সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন, দেয়াড়া ইউনিয়ন, আরবপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে নির্বাচনের মাঠে রয়েছেন মোট ৮ জন প্রার্থী। এর মধ্যে বিকল্পধারা প্রার্থী মারুফ হাসান কাজল ভোট করছেন দলীয় প্রতীক ‘কুলা’ নিয়ে। বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজল বলছেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। ক্ষমতাসীন দলের দুই প্রার্থীর ঠেলাঠেলির মাঝে ভোটাররা তার ‘কুলা’ মার্কায় ভোট দিবেন।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি যশোরসহ সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপক্ষে করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
শিরোনাম:
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত