বিবি প্রতিবেদক
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান এমপি বলেছেন, সব এলাকায় নৌকা চলে না। নদীতে নৌকা চলে। কিন্তু প্রতিটি বাড়িতে কুলা লাগে। তাই ভোটে কুলা প্রতীককে বেছে নিন। গতকাল তিনি যশোর-৩ আসনে বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজলকে কুলা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যশোর-৩ আসনে কুলা প্রতীকের প্রার্থী মারুফ হাসান কাজল সৎ ও ভদ্র মানুষ। তিনি গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। এজন্য তাকে জয়ী করার বিকল্প নেই।
তিনি প্রার্থী মারুফ হাসান কাজলকে সাথে নিয়ে রাত পর্যন্ত যশোর শহর ও সদর এলাকায় প্রচারণা করেন। তিনি সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন, দেয়াড়া ইউনিয়ন, আরবপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে নির্বাচনের মাঠে রয়েছেন মোট ৮ জন প্রার্থী। এর মধ্যে বিকল্পধারা প্রার্থী মারুফ হাসান কাজল ভোট করছেন দলীয় প্রতীক ‘কুলা’ নিয়ে। বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজল বলছেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। ক্ষমতাসীন দলের দুই প্রার্থীর ঠেলাঠেলির মাঝে ভোটাররা তার ‘কুলা’ মার্কায় ভোট দিবেন।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি যশোরসহ সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপক্ষে করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
শিরোনাম:
- যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমি আগামীকাল ভর্তি ট্রায়াল
- মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত
- ভবদহের হিন্দু-মুসলিমরা একাট্টা হয়ে উপভোগ করছে শতবছরের মেলা
- যশোর জেনারেল হাসপাতালে চাকুসহ আটক এক
- যশোরে তানভীর হত্যা মামলার প্রধান আসামি মুসা আটক
- যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২
- বিজয় দিবস উপলক্ষে যশোরে জামায়াতের আলোচনা সভা
- রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কারও দয়ার দান নয় : নার্গিস বেগম

