বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কৃষক নেতা জিল্লুর রহমান ভিটু। সভায় সার সংকট ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাটসভা, উপজেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের নিকট ৩১ ডিসেম্বর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
৩১ মার্চ জেলা সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, অনিল বিশ্বাস, সবর আলী, পলাশ বিশ্বাস, আসাদুজ্জামান পিল্টু, সাধন বিশ্বাস, সিরাজুল ইসলাম প্রমুখ।
ইকবাল কবির জাহিদ বলেন, দেশের ছাত্র জনতা অভ্যুত্থান করে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে পারলেও ফ্যাসিবাদের ভুত এখনো ঘুরে বেড়াচ্ছে। ইরি মৌসুম সমাগত – বাজারে সারের সংকট, কৃষক দিশে হারা। কৃষকের ধানের দাম নাই। কিন্তু চালের দাম বৃদ্ধি করেছে। আমেরিকার সাথে অপ্রকাশিত চুক্তি করার ভিতর দিয়ে কৃষিখাতকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে।
বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছে। কথা বললে প্রতিবাদ করলে পুলিশী হামলা, মব সন্ত্রাসের মুখে ফেলা হচ্ছে। গতকাল বামপন্থীদের উপর হামলা করা হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনী মোহে সব মশগুল।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। সে দিকে নজর নাই, কথা নাই। পান ও পান চাষিরা আজ বিপদে। দিল্লির সাথে করা গোপন চুক্তি সমুহ আজও প্রকাশ বা বাতিল করা হয়নি। অন্যদিকে নতুন নতুন গোপন বা অপ্রকাশিত চুক্তি করা হচ্ছে। কৃষক কৃষি দেশকে বাঁচাতে ইউনুস সরকারের পদত্যাগের বিকল্প নাই। বৃহত্তর বাম ঐক্য ও কৃষক শ্রমিক সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির বিকল্প নাই।
