বাংলার ভোর প্রতিবেদক
কোটা বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে যশোরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে ও দুপুর যশোর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিল হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এমনকি মাসুম নামে এক কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত এক সদস্যকে ধরে নিয়ে গেছে তারা।
কোটা বাতিলের এক দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হন। দুপুর একটার দিকে শহরের মুজিব সড়কের প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করে তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন সরকারি এমএম কলেজ থেকে আসা একটি মিছিল হামলা ছাত্রলীগের কর্মীরা চালিয়ে মাসুম নামে এক সংগঠককে ধরে নিয়ে গেছে।
এ সময় আন্দোলনকারীরা জানান, প্রধানমন্ত্রীর অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদ জানানোর সাথে সব ধরনের কোটার সংস্কার চান। এ সময় আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়ায় পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও হুশিয়ারি দেন।