বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন যশোর সদর উপজেলা শাখার আয়োজনে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দীন। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপি নেত্রী কিংবা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি দলমতের উর্ধ্বে বাংলাদেশের অভিভাবক ছিলেন। সারাজীবন দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ইসলামী মূল্যাবোধ সম্পন্ন মানুষ থেকে শুরু করে সকল দেশের সকল মতপথের মানুষকে একত্রিত করার যে সক্ষমতা ছিল সেটি অকল্পনীয়। তিনি অত্যান্ত নিরহংকারী ছিলেন। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য। তার শুরুটা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এএমএম বাহাউদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরী একমাত্র তারেক রহমান জনগণের প্রত্যাশীত আগামীর বাংলাদেশ গড়তে পারেন। বাংলাদেশের সবকিছু আছে, কিন্তু একজন অভিভাবক কিংবা যোগ্য নেতার অভাব রয়েছে। তারেক রহমান সেটি পূরণ করতে পারেন। দুরদৃষ্টি সম্পন্ন এই মানুষটির প্রতি সকলের আস্থা বিশ্বাস রয়েছে। উনি বিএনপিকে নয়, দেশকে নতুন ভাবে গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। দেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, তার বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই। বিগত ১৬ বছর মূল্যাবোধের সর্বোচ্চ অবনতি ঘটেছে। সে কারণে গতাণুগতিক শিক্ষার বাইরে মূল্যাবোধ সম্পন্ন শিক্ষা দরকার। যা ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, সহ-সভাপতি নুরুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যশোর সদর উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান।

