বাংলার ভোর প্রতিবেদক
শনিবার সন্ধ্যায় সদরের ফরিদপুর গ্রামের এক গৃহবধূকে যৌন নির্যাতনের চেষ্টাকালে স্থানীয় জনতার দুই লম্পটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এরা হলো, যশোর সদর উপজেলার আলমনগর খালপাড় এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে আকাশ হোসেন ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম। এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার গৃহবধূ ১৬ মার্চ বিকেলে মামলা করেন।
যৌন নির্যাতনের শিকার ওই গৃহবধূ (৩৯) মামলায় বলেন, আসামিদের বাড়ি ও আমার বাড়ি পাশাপাশি। সেই সুবাদে আসামিরা পূর্ব পরিচিত। ১৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় গৃহববধূর রান্নাঘরে ঢুকে আসামি লম্পট আকাশ হোসেন পিছন থেকে গৃহবধূকে জাপটে ধরে। যৌন কামনা চারিতার্থ করার উদ্দেশ্যে গৃহবধুর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। গৃহবধূর চিৎকার দেয়ার চেষ্টা করলে আসামি দু’জন বাদীর মুখ চেপে ধরে টানা হেচড়া করে বাইরে নিয়ে যায়। এতে আসামির সাথে ধস্তাধস্তি হয় ও চিৎকার দেয়। তখন আশপাশ থেকে লোকজন এসে আসামিদেরকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।