বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের উদ্যোগে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া জেলাধীন গৃহায়ন তহবিল সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আরআরএফ ভবনে এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন তহবিল স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন।
বিশেষ অতিথি ছিলেন মাইক্রো-ক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক কামাল হোসেন, বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউণ্ডেশন আরআরএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্রের উপনির্বাহী পরিচালক মেরিনা আখতার। স্বাগত বক্তৃতা করেন আরআরএফের উপনির্বাহী পরিচালক পিংকু রিতা বিশ্বাস, গৃহায়ন তহবিলের সার্বিক বিষয়ে তুলে ধরেন অতিরিক্ত পরিচালক সৈয়দ মোক্তার আলম ও উপ-পরিচালক আবু নোমান ইসলাম। গৃহায়ন তহবিল পরিচালক ও ফান্ড ম্যানেজার কামরুজ্জামান সভাপতিত্ব করেন।
বক্তৃতা করেন শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন নাছিমা খাতুন, পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান, সেভসোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমসহ অন্যরা।
বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের ঋণের সুদ ৫.৫০%। নতুন ঘর করতে পারবেন সুবিধাবঞ্চিতরা ঘর তৈরি করার মত জমি আছে কিন্তু ঘর নেই কিংবা ঘর থাকলেও জরাজীর্ণ বা বসবাসের অনুপযোগী এবং ঋণ পরিশোধের সক্ষমতা আছে এমন পরিবারের বাসযোগ্য ঘর তৈরির ঋণ দিবে সরকারের গৃহায়ন তহবিল। সভায় আরো জানানো হয়, অত্যন্ত সহজ শর্তে, বিনা জামানতে ৫ থেকে ৭ বছর মেয়াদী ঋণ সুবিধায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিল এনজিওদের মাধ্যমে দেশব্যাপি এ ঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
ব্যাংকিং ঋণ সুবিধাবঞ্চিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর যে কেউ গৃহ প্রতি আড়াই লক্ষ টাকার এই ঋণ নিয়ে আবাসিক গৃহ নির্মাণ করতে পারবেন। ঋণ নেয়ার পর ঘর তৈরির জন্য সময় পাবেন ৩ মাস। এই ৩ মাস গ্রাহককে ঋণের কোনো কিস্তি পরিশোধ করতে হয় না। পরবর্তীতে সাপ্তাহিক বা মাসিক কিস্তিতে ৩ থেকে ৭ বছরে এই ঋণ পরিশোধের জন্য তারা সুযোগ পাবেন।
যশোর, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া জেলার গৃহায়ন তহবিলের তালিকাভুক্ত প্রায় ৫০ টি এনজিওর নির্বাহী প্রধান, তাদের দায়িত্বশীল কর্মকর্তাগণসহ এ ঋণের উপকারভোগী পরিবারের অনেক সদস্য এ সভায় উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরআরএফ। সভাটি পরিচালনা করেন উপপরিচালক নজরুল ইসলাম।