বাংলার ভোর প্রতিবেদক
গ্রাম আদালতকে আরও কার্যকর করে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যশোরে দিনব্যাপি জেণ্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমুলক গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান।

তিনি তার বক্তব্যে বলেন, উচ্চ আদালতের মামলা জট কমাতে সরকার গ্রাম আদালত সক্রিয় করছে। কিন্তু অধিকাংশ জনগণ এখনো গ্রাম আদালত সম্পর্কে জানেন না। ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

তিনি প্রশিক্ষণার্থীদের তাদের কর্মস্থল, পরিবার এবং সমাজে গ্রাম আদালত বিষয়ে প্রচার চালানোর আহ্বান জানান।

প্রশিক্ষণে প্রকল্পের অগ্রগতি, গ্রাম আদালতের মামলার তথ্যচিত্র এবং গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ে সেশন পরিচালিত হয়।

উল্লেখ্য, ফেব্রুয়ারি ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত যশোর জেলায় ৪১৪২টি মামলা দায়ের হয়েছে এবং এর মধ্যে ৪১৭২টি মামলার নিষ্পত্তি হয়েছে। এই সময়ে মোট ৫ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ৫৪০ টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দায়েরকৃত মামলায় নারীদের আবেদনকারীর হার ছিলো ৩২ দশমিক ৪৮শতাংশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং গণমাধ্যম প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। উন্মুক্ত আলোচনায় সমাজ সেবা, যুব উন্নয়ন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকরা স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার প্রাপ্তির জন্য গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাপক প্রচারণার অঙ্গীকার করেন।

Share.
Exit mobile version