বাংলার ভোর প্রতিবেদক
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা কমিটি ও শহর কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (লোন অফিস পাড়া) মিলনায়তনে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ। সভায় গত ১৮ মে অনুষ্ঠিত জাতীয় সম্মেলন সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া সাংগঠনিক নানা কর্মসূচি গ্রহণসহ বই পড়ায় উদ্বুদ্ধকরণে স্কুল শিক্ষার্থীদের ব্যক্তিগত লাইব্রেরি গঠন এবং শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।
মূল বক্তব্য উপস্থাপন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল।
উপস্থিত ছিলেন কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, অন্তর সিকদার, অনির্বাণ দাশ প্রমুখ।