বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চয়ন দাস হত্যা মামলায় পিতা-পুত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল ওই দুইজনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা। আসামিরা হলো, সদর উপজেলার সানতলা গ্রামের দাসপাড়ার গনেশ দাস ও তার ছেলে সবুজ কুমার দাস।
মামলায় জানা গেছে, সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার চয়ন দাস গত ২৩ ফেব্রুয়ারি একই এলাকায় নামযজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে একই এলাকার আটক দুই আসামিসহ আরো কয়েকজনের সাথে চয়ন দাসের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে আসামিরা চয়নকে খুন জখমের হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হলেও আসামিরা মেনে নেয়নি। ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আবার নামযজ্ঞানুষ্ঠান দেখতে যায় চয়ন। সেখান থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে সানতলা এলাকার পেপসি কোম্পানির ১ নম্বর গেটের সামনে পৌছানো মাত্র গ্রেপ্তার দুইজনসহ তাকে সহযোগি আরো কয়েকজনে চয়নের পথরোধ করে এলোপাতাড়ি মারপিট এবং ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের পিতা নয়ন দাস বাদী হয়ে ১২জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই রেজওয়ান আহম্মেদ গ্রেপ্তার দুই আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন।