বাংলার ভোর প্রতিবেদক


চাঁদার টাকা না দেয়ায় যশোরের মণিরামপুর থানার মধুপুর গ্রামে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত আব্দুল্লাহ (৩৩) একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।


জানা গেছে, মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে আব্দুল্লাহর কাছে ২০ লাখ টাকা চাঁদা নিতে আসে নাজমুল, আজহারুল, তিতাস, সিদ্দিক সাগর, রেজাউল, মহাব্বত নামে ৬ দুর্বৃত্ত।

এ সময় তারা চাদা না পেয়ে চাইনিজ কুড়াল ও হকস্টিক দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে আব্দুল্লাহকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন।

Share.
Exit mobile version