বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চাঁচড়া ফাঁড়ি পুলিশ চাকুসহ ২ যুবককে আটক করেছে। গত শুক্রবার রাতে যশোর শহরতলীর মন্ডলগাতী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামিরা হলেন, মন্ডলগাতী মাঠপাড়ার আবুল কাশেমের ছেলে বিপ্লব হোসেন (২৩) এবং চাঁচড়া ডালমিল মাঠপাড়ার মোহাম্মদ শাকিলের ছেলে শাকিব (২৩)।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই ইলিয়াস হোসেন জানিয়েছেন, শুক্রবার রাত আটটার দিকে গোপন সূত্রে জানতে পারেন মন্ডলগাতী গ্রামের বাঁশতলা রাস্তার উপর কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য আতঙ্ক সৃষ্টি করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং পুলিশ দেখে দুই যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। তিনি আরো জানিয়েছেন, আটক দুইজনের প্রত্যেকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি করে মামলা আছে। চাকু উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version