বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের দড়াটানা থেকে এক যুবককে চাকু ঠেকিয়ে অপহরণ করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানার নন্দী ডুমুড়িয়া গ্রামের শাহাজান আলীর ছেলে ইমরান হোসেন।
ইমরান অভিযোগে উল্লেখ করেন, তিনি শনিবার দুপুরে শহরের দড়াটানার একটি হোটেলে খাবার খেতে বসেছিলেন। ঠিক এমন সময় এক যুবক সেখান থেকে তাকে ধরে বাইরে নিয়ে আসে। এর মধ্যে আরও তিনজন সেখানে চলে আসেন।
এরপর তাকে চাকু ঠেকিয়ে মোটরসাইকেলে উঠিয়ে এক নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সেখানে নেয়ার পর তাকে হত্যার হুমকি দিয়ে কাছে থাকা গরু কেনার ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। পরে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
এদিকে লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষনিক কোতোয়ালি থানার এএসআই খায়ের ঘটনাস্থল পরিদশন করেন।
এ বিষয়ে খায়ের জানান, তিনি ওই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। একজনকে চিহ্নিত করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।