বাংলার ভোর প্রতিবেদক

হেরোইনসহ যশোরের চিহ্নিত সন্ত্রাসী ৭টি মামলার আসামি আশরাফুল আলম রাব্বি ওরফে মাছ রাব্বিকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটক রাব্বি বেজপাড়া তালতলার মোড়ের বাসিন্দা। এ সময় যশোরের বর্তমান সময়ের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। পুলিশ পাঁচ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেছে।

অপর আসামিরা হলো, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার ১৪ মামলার আসামি সুমন ওরফে ট্যাটু সুমন, শংকরপুর চোপদারপাড়া ভাংড়িপট্টি এলাকার ৮টি মামলার আসামি হানিফ, বেজপাড়া টিবি ক্লিনিকপাড়ার ৭ মামলার আসামি আল-আমিন এবং খড়কী কলাবাগান রেললাইনের দক্ষিণপাশের বাসিন্দা হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরক, মারামারিসহ ১৬টি মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা ।

কোতয়ালি থানার এসআই আনছারুল হক জানান, শনিবার রাতে মাদক বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে বেজপাড়া কবরস্থান রোড এলাকার গিয়াস উদ্দিনের পুকুর পাড়ে তারা বিশেষ অভিযান চালায়। রাব্বি বাদে অন্য আসামিরা পালিয়ে যায়। পরে রাব্বির দেহ তল্লাশি করে ৩৪ গ্রাম হোরাইন উদ্ধার করা হয়।

Share.
Exit mobile version