বাংলার ভোর প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছার চিহ্নিত সন্ত্রাসী ১৯ মামলার আসামি সোহাগ খানকে (৩৫) গ্রেপ্তার করেছে যশোরে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে যশোর শহরের কালেক্টরেট ভবনের পশ্চিম পাশের রাস্তা থেকে (প্যারিস রোড) তাকে গ্রেপ্তার করে।

সোহাগ খান ঝিকরগাছার পুরন্দরপুর মহল্লার আব্দুল আজিজ খানের ছেলে। এলাকায় ত্রাসের কর্মকান্ডে জড়িত থাকায় এলাকায় ‘ত্রাস সোহাগ’ হিসাবে পরিচিত।

পুলিশের মিডিয়া সেলে জানানো হয়, চলতি বছরের ১০ অক্টোবর ডাকাতির প্রস্তুতিকালে ঝিকরগাছার কাউরিয়া এলাকায় সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে। সোহাগ তখন পালিয়ে যায়।

ওই খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ওজন মাপার ডিজিটালযন্ত্র, করাত ও জ্যাকেটসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সেই সময় থেকে পুলিশ সোহাগের খোঁজ করতে থাকে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিকেলে তাকে প্যারিস রোড থেকে গ্রেপ্তার করা হয়। সোহাগের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদকসহ ১৯টি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Share.
Exit mobile version