মণিরামপুর সংবাদদাতা:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের মণিরামপুরে মঙ্গলবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত দোয়া মাহফিলে নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষের ঢল নামে। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করে বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেনকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, কামরুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আল আমিন হোসেন, তরিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ গাজী প্রমুখ।

পরে অধ্যক্ষ মুফতি মফিজুর রহমানের পরিচালনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে পৌরশহরে মিছিল বের করা হয়।

Share.
Exit mobile version