- দুই বছর মেয়াদী জেলা কমিটির সাত বছর
- ২৮ টি ইউনিটের আহবায়ক কমিটিও মেয়াদোত্তীর্ণ
- বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলে যুক্ত অনেকেই
- নতুন কমিটি না হওয়ায় নেতৃত্বের বিকাশ নেইএস এম জালাল
বিএনপির রাজপথের আন্দোলনের ভ্যানগার্ড হিসেবে বিবেচনা করা হয় দলটির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে। যশোরে বিএনপির রাজপথের আন্দোলনে দীর্ঘদিন ধরে ছাত্রদল সুসংগঠিত ভূমিকায় থাকলেও বর্তমানে নেতৃত্ব শূণ্যতা বাড়ছে। দুই বছরের কমিটি প্রায় সাত বছর পার করছে। ফলে দীর্ঘদিন কমিটি না হওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে। ছাত্রদলে সভাপতি, সহসভাপতিসহ প্রায় ডজন খানের নেতা যোগ দিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলে। উপজেলা কমিটিগুলোর আবস্থাও নাজুক। এ কমিটিগুলো পাঁচ বছর অতিক্রম করলেও আজও পূর্ণতা পায়নি। ফলে যশোরে জেলা ছাত্রদলের ২৮ টি ইউনিটের সংগঠনিক কার্যত্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আর দীর্ঘদিন রাজনীতি করার পরও সংগঠনের পদ-পদবিতে না আসতে পেরে অনেকেই হতাশ ও নিস্ক্রিয় হয়ে পড়েছেন। সৃষ্টি হচ্ছে না নতুন নেতৃত্ব। অবিলম্বে ছাত্রদলের কমিটি গঠনের দাবি জানিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা।
২০১৮ সালের ১৪ জুলাই কেন্দ্রীয় সংসদের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান যশোর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। পরে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ফজলুর রহমান খোকন-ইকবাল হোসেন শ্যামল আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। সে সময় যশোর জেলা ছাত্রদলের ৩৯৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদী এ কমিটি সাত বছর পার করতে চলেছে। সেই কমিটি দয়েই চলছে যশোর জেলা ছাত্রদল। অথচ এর পরে কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক কমিটি হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলে খোকন-শ্যামল কমিটি, শ্রাবণ-জুয়েল কমিটি, রাশেদ-জুয়েল কমিটি বিদায় নিয়েছে। এখন কেন্দ্রীয় ছাত্রদলে নেতৃত্বে আছেন রাকিব-নাছির কমিটি। আর যশোরে দীর্ঘদিন কমিটি না হওয়ায় সৃষ্টি হচ্ছে না নতুন নেতৃত্ব। দীর্ঘদিন রাজনীতি করার পরও সংগঠনের শীর্ষ পদ-পদবিতে না আসতে পেরে অনেকেই হতাশ হয়ে পড়েছেন।
খোঁজ নেয়া জানা গেছে, বর্তমানে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য্য সচিবের দায়িত্ব নেয়ায় সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এতদিন নিষ্ক্রিয় থাকলেও পদ পেয়ে তিনি সক্রিয় হয়েছেন।
এ ছাড়া ছাত্রদলের সহসভাপতি তানভীর রায়হান তুহিন, আবুল কালাম ছাত্রদল ছেড়ে যোগ দিয়েছেন জেলা যুবদলে। ছাত্রদলের যুগ্মসাধারণ সোহানুর রহমান শামীম, হাসান আহমেদ, শফিকুল ইসলাম জয়, গোলাম হাসান সনি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হয়েছেন। ফলে ছাত্রদলে দেখা দিয়েছে নেতৃত্বেও সংকট। সাংগঠনিক কার্যত্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
এ অবস্থা শুধু জেলা ছাত্রদল নয়। ছাত্রদলের ২৮টি ইউনিটের। উপজেলা ও পৌর, কলেজ ইউনিট গুলো আবস্থা একেবারে নাজুক। ধুকে ধুকে চলছে সাংগঠনিক কার্যক্রম। ২০২১ সালে উপজেলা আহবায়ক কমিটি গঠিত হলেও আজও তা পূর্ণতা পায়নি। কয়েকটি উপজেলা ও পৌর ইউনিটের অনেকেই পদ স্থগিত রয়েছে। কেউ কেউ যোগ দিযেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দলে।
চৌগাছা উপজেলা ছাত্রদল কমিটির আহ্বায়ক পদ স্থগিত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক-১, যুগ্ম আহ্বায়ক ২, যুগ্ম আহ্বায়ক ৬ পদত্যাগ করেছে। যুগ্ম আহ্বায়ক-৩ চাকরি স্বার্থে এলাকার বাইরে আছেন, যুগ্ম আহ্বায়ক-৪, যুগ্ম আহ্বায়ক ৫ বিদেশ রয়েছেন। এছাড়া সদস্য সচিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ছিল যশোর জেলা ছাত্রদল।
ঝিকরগাছা উপজেলা কমিটির সদস্য সচিব যোগ দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও কমিটি গঠন করতে পারেনি। এর মধ্যে এম এম কলেজ, সিটি কলেজ, মেডিকেল কলেজ বেশ কিছু ইউনিট রয়েছে।
পদপ্রত্যাশী নেতারা বলছেন, একই কমিটি দীর্ঘদিন ধরে থাকায় সৃষ্টি হচ্ছে না নতুন নেতৃত্ব। পদপ্রত্যাশী অনেক নেতাকর্মীর ছাত্রত্ব শেষ হয়ে যাচ্ছে। নতুন নেতৃত্ব আসতে চাইলেও সময় ক্ষেপণ হওয়ায় হতাশায় ভুগছেন অনেকেই। সারা জীবন ছাত্রদলের রাজনীতি করে কোনো পদ-পদবী না পেয়েই ছাত্রত্ব থেকে বিদায় নিতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে ?
তারা আরও বলেন, আন্দোলন সংগ্রামকে গতিশীল করার জন্য নতুন কমিটি প্রত্যাশা করি। যারা আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলেন এবং পরীক্ষিতদের নেতৃত্বে দেয়া হোক।
জেলা স্বেচ্ছাসেবক দলে যোগ দিয়েছেন স্বীকার করে ঝিকরগাছা উপজেলা কমিটির সদস্য সচিব শাহীন আলম বিপ্লব বলেন, পাঁচ বছর আগে গঠিত আহবায়ক কমিটি দিয়ে চলছে। এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তবে ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়েন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। ঝিকরগাছা ছাত্রদল দলের প্রতিটি কর্মসূচি সফল করতে অগ্রভাগে থেকে কাজ করছে।
চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রনি বরেন, কমিটির আহবায়কের পদ স্থগিত রয়েছে। এ ছাড়া কমিটিতে অধিকাংশ যুগ্ম আহবায়ক নেই। কেউ পদত্যাগ করেছে, কেউ দেশের বাইরে আছে। তারপরেও দলের সকল কর্মসূচিতে ছাত্রদলের ব্যাপক উপস্থিতি রয়েছে।
যশোর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রাজিদুর রহমান সাগর জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকেই হামলা, মামলা আর গ্রেপ্তারের মধ্যে ছিলো ছাত্রদলের নেতাকর্মীরাও। তখন থেকেই আমরা কঠিন সময় পার করে আসছি। ওই সময়ে যারা তৃণমূলে ভূমিকা রেখেছে দল তাদেরকে মূল্যায়ন করেছিল।
তিনি বলেন, আমার কমিটির অনেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলে যোগ দিয়েছে। যশোর জেলা ছাত্রদলের সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের নিয়মানুযায়ী সিনিয়ার সহসভাপিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে সংগঠন।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, কমিটির বিষয়টি কেন্দ্রীয় নেতারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে দ্রুত সময়ের মধ্যে কমিটি দেয়ার সম্ভাবনা আছে।
দীর্ঘদিনে পার হলেও কোন উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি কেন এমন প্রশ্নের জবাবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, সকল উপজেলার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি হয়েছে। যা ২০২১ সালে গঠন করা হয়। আওয়ামী লীগের শাসন আমলে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে। ফলে উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার মত পরিবেশ সৃষ্টি করা সম্ভব ছিল না। এ কারণে আহবায়ক কমিটি দায়িত্ব পালন করেছে।
তিনি বলেন, আহবায়ক কমিটি সকলকে নিয়ে দলের প্রতিটি কর্মসূচি সফল করছে।
যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক বলেন, জেলা ছাত্রদলের দায়িত্ব পাবার পরপরই বিভিন্ন কর্মসূচি আহ্বান করছি ও তা বাস্তবায়নের চেষ্টা করছি। তিনি বলেন, উপজেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে তিনি নিজের নিষ্ক্রিয়তার কথা অস্বীকার করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আশিকুর রহমান (যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত) বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে। এ সিদ্ধান্ত সাংগঠনিকভাবে নেয়া হয়েছে। যশোরকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। অল্প সময়ের মধ্যে কমিটি দেয়ার চেষ্টা করব। আর যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, যাদের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে তাদের নেতৃত্বে আনা হবে।
শিরোনাম:
- যশোরে এনসিপির লিফলেট বিতরণ
- যশোরে দুদিনে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- দেশ অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে : নার্গিস বেগম
- কল্যাণকর রাষ্ট্র কায়েমে কাজ করুন : অধ্যাপক গোলাম রসুল
- ডেঙ্গু প্রতিরোধে যশোর কেন্দ্রীয় কারাগারে মশক নিধন অভিযান
- চিত্রা মডেল কলেজে রোস্তম আলী মোল্যার ৫ লাখ টাকা অনুদান
- যশোরে মাদককারবারি আটক
- যশোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ১৯ জুলাই