নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার কচুয়া ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম ইমন হত্যা মামলার ৮ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। নিহত রাকিবুল ইসলাম ইমন সদর উপজেলার রামনগর ইউনিয়নের শাহাবাটি গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে।
আত্মসমর্পণকারীরা হলেন, কচুয়ার নিমতলীর আফজাল হোসেন, সামাদ ধাবক, ইকরাম হোসেন, হাফিজুর রহমান ধাবক, ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী, দিয়াপাড়া গ্রামের টিটো হোসেন ও আমড়াখোলা গ্রামের নুরে আলম।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর রাতে কচুয়ার নিমতলীতে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে গুরুতর জখম হন ইমন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেয়া হয়। পরের দিন তিনি মারা যান।
এঘটনায় নিহতের পিতা শাহাবুদ্দিন গাজী ১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এতোদিন এই আট আসামি আত্মগোপনে ছিলেন। সর্বশেষ মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করেন।