বিবি প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো, রমজান খন্দকার (২১) ও সোহাগ হোসেন (২২)। তারা দু’জনই যশোর শহরের ষষ্টিতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ২৬ জানুয়ারি মণিরামপুর উপজেলার খেদাপাড়া দক্ষিণপাড়া খড়িঞ্চি তিন রাস্তার মোড়ে ইজিবাইক চালক ইয়াছিনকে ছুরিকাঘাত করে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যায় দুই যুবক। গুরুতর আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী দু’জনকে শনাক্ত ও তাদের আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক, ব্যবহৃত চাকু ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে। তারা জানায়, ইজিবাইকটি ছিনতাই করে তারা বিক্রি করার জন্য পরিকল্পনা করেছিলো।
এসআই মফিজুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version