দক্ষিণবঙ্গের অন্যতম নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি পরিচালিত জাগ্রত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ঘরের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যশোর শহরের সিটি কলেজ পাড়ায় বিদ্যালয়ের নতুন ঘরের উদ্বোধন করেন যশোর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ ইকবল হোসেন পলু, বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান ও হারুন অর রশীদ, সহকারী প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম লাল্টু, ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা, শাহিনা আক্তার সিমা, নুরজাহান আক্তার, ফিরোজা খাতুন, বর্ণালী সরকার, আভ্যন্তরীন নিরীক্ষক বিউটি কুন্ডু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ৩৫ জন শিক্ষার্থী ও ২৫ জন অভিভাবক। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কলেজ পাড়ার রুমা আক্তার। -প্রেস বিজ্ঞপ্তি