বাংলার ভোর প্রতিবেদক
রোববার যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সামনে রেখে যশোরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালিটি উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি যশোরের চেয়ারম্যান শেখ নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা জজ শামসুল হক, লিগ্যাল এইড অফিসার রাফিয়া সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় আইনজীবীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।