বাংলার ভোর প্রতিবেদক
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যে সমগ্র দেশের নেয় যশোরেও সোমবার ‘জাতীয় কন্যাশিশু দিবস’ উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কন্যা শিশু সমাবেশ ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমি যৌথ উদ্যোগে এর আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমি। এছাড়াও অতিথি ছিলেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। অনুষ্ঠানে পাঁচটি বিদ্যালয়ের পাঁচজন কন্যাশিক্ষার্থী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করে আনুশেহ আরাবি সকাল ও অপ্সরা।