বাংলার ভোর প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে যশোরে ‘জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘যশোর রাইজিং’ শিরোনামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের এ সভা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক সাংবাদিক বেনজিন খান। জাতীয় নাগরিক কমিটি যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, সংগঠক তানজিল মাহমুদ, নাঈম আহমাদ, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য মেজবাহ কামাল মুন্না, সাকিব শাহরিয়ার, সাইদ উজ্জ্বল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠক আবদুল্লাহ মাহফুয জাকারিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহবায়ক রাশেদ খান।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার শহীদ ভাইদের জীবনের বিনিময়ে নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। যে দেশে কোন বৈষম্য থাকবে না।
তারা বলেন, ফ্যাসিবাদী পালিয়েছে কিন্তু তাদের দোসর এখন ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। ফ্যাশবাদী হাসিনার দুঃস্বরদের এই বাংলার মাটিতে ঠাই হবে না। সবাইকে জাগ্রত থাকবেন। এ সময় বক্তারা দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে ও সুন্দর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।