বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় এই সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক ইয়াছির হাসান।
প্রধান অতিথি খালেদ সাইফুল্লাহ জুয়েল তার বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, টিসিবি, বয়স্কভাতা, বিধবা ভাতা, ড্রেন নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। জাতীয় নাগরিক পার্টি একটি গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা জনকল্যাণমূলক দল। অতীতে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি তা আর হতে দেবে না। নাগরিক পার্টি সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে।
নাগরিক পার্টির নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি যশোরের নেতা ইমরান হোসেন, সোহেল রানা, ফারহাদ হোসেন, সালমা আক্তার আশালতা, জি এম মুন্না, ইমন হোসেন হৃদয়, মাহমুদ হাসান, মনিরুজ্জামান আজাদ, সফিকুল ইসলাম, রেজওয়ান রনি, রিয়াজ তাহসিন তাইওয়ান, সোরোয়ার গাজী ফারহিন আহমেদ, ইবনে সাদ, আছমা বেগম প্রমুখ।