বাংলার ভোর প্রতিবেদক
সিভিল সার্জন যশোরের কার্যালয়ে বুধবার বেলা সাড়ে এগারটায় যশোরে জাতীয় পুষ্টি নীতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের মহাপরিচালক ডা. রিজওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সিভিল সার্জন ডা. মাসুদ রানার উপস্থিতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের উপপরিচালক ডাক্তার নুসরাত জাহান মিঠেন,
উপপরিচালক ডাক্তার আখতার ইমাম, উপপরিচালক নুশরাত জাহান, উপপরিচালক জেহান আখতার রানা, যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দিলদার হোসেন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য কর্মকর্তা সেফাউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
