বাংলার ভোর প্রতিবেদক
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার শেষ হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
মেলায় স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট যাচাই বাছাই করার পর ফলাফল ঘোষণা করা হয়। ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করতে অতিথিরা তাদের হাতে ক্রেস ও সনদপত্র তুলে দেন।
এ বছর বিজ্ঞান মেলায় প্রকল্প প্রদর্শনীতে বিশেষ গ্রুপ, সিনিয়র ও জুনিয়র গ্রুপে ৯ জন, বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র ও জুনিয়র গ্রুপে ৬ জন, উপস্থিত বক্তৃতা ও বিজ্ঞান বিষয়ক কুইজে ৬ জন প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়।