বাংলার ভোর প্রতিবেদক
বুধবার সন্ধ্যায় যশোর সদরের বসুন্দিয়া বাজারে যশোর-৪ নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা আমির বাঘারপাড়া অভয়নগর আসনের গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল। আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, অভয়নগর উপজেলা আমির অধ্যাপক শরিক হোসেন বাঘারপাড়া উপজেলা আমির রফিকুল ইসলাম, সেকেটারি আব্দুল জব্বার, আব্দুল আলিম, শরিফ বেলাল এবং বসুন্দিয়া ইউনিয়নের আমির মালনা রফিকুল ইসলাম।
অনুরূপ আরো একটি সমাবেশ ঝিকরগাছা উপজেলার উদোগে উপজেলা কার্যালয়ে ভোট কেন্দ্র ভিত্তিক সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
আরো বক্তব্য রাখেন জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।