বাংলার ভোর প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে স্থানীয় বলাডাঙ্গা বটতলা মোড়ে এক যুব সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে যশোর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা আমির অধ্যাপক আশরাফ আলী, শহর জামায়াতের নায়েবে আমির মাস্টার ইসমাইল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মুছাহাক আলী, সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন, যুব বিভাগের থানা সেক্রেটারি সাইফুজ্জামান মনির, সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, শ্রমিক কল্যাণের জেলার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদের বলেছেন, এ দেশের সকল ধর্মের মানুষ তার অধিকার নিয়ে বসবাস করবে, এখানে কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে কেউ থাকবে না। সকলেই দেশের সম্মানিত নাগরিক। তিনি সকলকে নির্ভয়ে আগামী ২৬ এর নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। যুব বিভাগ ১নং ওয়ার্ড সেক্রেটারি তবিবুর রহমানের সঞ্চালনা সমাবেশ পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ১ নং ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, ইসলামী আন্দোলনের জেলা প্রচার সম্পাদক মুফতি ফুরকান আহমেদ, খিলাফত মজলিসের জেলার নেতা মাওলানা মনিরুজ্জামান, আঃ রাজ্জাক, ইসমাইল হোসেন, শামসুর রহমান প্রমুখ।
