শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সারভাইভাল পাথ এবং ইয়াভ ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ‘বিয়ন্ড দ্য পিস, মেন্টাল হেলথ সামিট-২০২৫’ শিরোনামে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে মূখ্য আলোচক ছিলেন দেশবরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ ডা. আতিকুর হক মজুমদার। সেমিনারে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় তুলে ধরে কিশোর মানসিক স্বাস্থ্য, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সারভাইভাল পাথ’র প্রতিষ্ঠাতা সভাপতি মুনাজিয়া স্নিগ্ধা মুন, ইয়াভ ফাউন্ডেশন’র চেয়ারম্যান রোহিত রায়, ইয়াভ স্কোয়াড চিফ তাসজিদ হাসান আদর্শ, তৌসিফ রাফাত, আবির খান, তান্নার প্রমুখ। অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে অনুষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্য বিষয়ক কুইজ এবং শো ডিবেট। প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয় এই আয়োজনটি।-প্রেস বিজ্ঞপ্তি
