বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যতদিন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হবে, ততদিন বিএনপির একজন কর্মীও নির্বাচনে যাবে না। আমাদের দাবি অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে ভয়াবহ সংকট বিরাজ করছে। বিগত এক যুগের অধিক সময় ধরে বিএনপি শুধু নয়, সাধারণ জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্রে যাবার অপরাধে বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েয়ে। কিন্তু সেই আওয়াম লীগ আজ ভোট কেন্দ্রে নিয়ে যাবার জন্য পারলে, জনগণের গায়ে ঘি আর মাখন লাগিয়ে মালিশ করে । কিন্তু জনগণ আওয়াম লীগের কথায় কোন প্রকার বিভ্রান্তি হবে না।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনিন্দ্য ইসলাম অমিত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এদিন বাদ জোহর সদর উপজেলা বিএনপির আয়োজনে শেখহাটি বাবলাতলা হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অনিন্দ্য ইসলাম অমিত কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া তিনি জেলা পরিবহণ শ্রমিক দলের আয়োজনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
দিনব্যাপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা আলাউদ্দিন আলা, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সমির প্রমুখ।