বাংলার ভোর প্রতিবেদক

আজ (রোববার) বিকেলে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন বাজার কমিটির সদস্যদের আসন্ন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহবান জানানো হয়। এছাড়া সভায় বাজারের সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় স্লিপ রশীদ রাখার নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা না মানা হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভায় সাধারণ বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও বড় বা জেলার শীর্ষ পর্যায়ের কোন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সভায় সাধারণ বাজার কমিটির প্রতিনিধিরা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমদানিকারক ও বড় ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ি করেন। আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজারে মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার প্রতিনিধি কর্তৃক অভিযান জোরদার করা হবে বলে বলা হয়েছে।

Share.
Exit mobile version