বাংলার ভোর প্রতিবেদক:
ফার্মাসিউটিক্যাল শিল্পে গবেষণার সুযোগ ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “রিসার্চ অপর্চুনিটিস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিকালে রসায়ন বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, এ ধরনের সেমিনার থেকে লদ্ধ জ্ঞান ফার্মা জগতে তোমাদের ভালো কিছু শিখাতে সাহায্য করবে। ফার্মাসিউটিক্যাল শিল্প একটি বড় সেক্টর তোমাদের ক্যারিয়ার গঠনের জন্য। ক্যারিয়ার উন্নত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা থাকতে হবে তোমাদের। একাধিক পরিকল্পনা থাকলে একটি বিফলে গেলেও আরেকটি পথ তোমাদের জন্য উন্মুক্ত থাকবে।
সেমিনারে মূল বক্তা ছিলেন বাংলাদেশ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল আলিম। তিনি “রিসার্চ অপর্চুনিটিস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইণ্ডাস্ট্রিস” বিষয়ক বিস্তারিত তথ্য স্লাইড আকারে আলোকপাত করেন।
সেমিনারে বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কোরবান আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ ফ ম শহীদ-উদ-দৌলা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন চন্দ্র মোহন্ত, সহকারী অধ্যাপক ড. বাবলু হিরা মন্ডল, ড. মো. আজিজুর রহমান খান, ড. মো. শহিদুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোয়ার্দার জিম।
