কৃষ্ণনগর সাংবাদদাতা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২২ ডিসেম্বর সোমবার সন্ধা ৬ টার সময় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা শুরু করেন। অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কাছে অনুরোধ করি বিএনপির মধ্যে শৃঙ্খলা আনতে হবে।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, ৬ নংওয়ার্ড বিএনপির সভাপতি খোকন ঢালী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কাগুচি, আব্দুর রাজ্জাক মোড়ল, রেজাউল করিম খান, ইদ্রিস হোসেন কাগুচি, আরিফুল ইসলাম লিটু সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদর আলি।
