বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স এ পরীক্ষা হয়। জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহানের সভাপতিত্বে এই কার্যক্রম শুরু হয়।

নিয়োগের প্রথম দিন পুলিশ লাইন্স চত্বরে প্রার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

সুশৃঙ্খলভাবে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।

দিনের শুরুতে, পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে সমবেত চাকুরি প্রার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পুলিশ সুপার রওনক জাহান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি পুলিশ সুপার যশোর বলছি। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রার্থীদের মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো প্রকার দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে আপনারা পা দেবেন না।

এছাড়াও, পুলিশ সুপার নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে কিছুক্ষণ পরপর সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নিয়োগের স্বচ্ছতা এবং প্রার্থীদের নিজস্ব যোগ্যতার উপর আস্থা রাখার কথা বলেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version