বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইশ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবক আবিদ হাসান (৩০) খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার বাসিন্দা। রোববার দুপুরে কোতয়ালী মডেল থানার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আবিদ হাসানের হেফাজত থেকে দুইশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করাসহ তাকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আবিদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন।
