বাংলার ভোর প্রতিবেদক
ডা. শামারুখ মাহজাবীন শামা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যশোরের কৃতী সন্তান উদীয়মান ডাক্তার শামারুখ মাহজাবীন শামাকে পরিকল্পিতভাবে হত্যার পর এটিকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। অভিযুক্তরা বিগত সরকারের প্রভাবশালী আওয়ামী লীগে নেতা হওয়ায় বিচার প্রক্রিয়াকেও প্রভাবিত করেছে। গত এক দশক ধরে


সন্তান হত্যার বিচারের দাবিতে পথে পথে ঘুরছেন শামার বাবা। এটা কোন ভদ্র সমাজের কাজ হতে পারে না। ক্ষমতা সমাজকে কতটা বর্বরতা শেখায় এটাই প্রমাণ করে এই মামলা।

নেতৃবৃন্দ শামা হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শামারুখ মাহজাবিনের পিতা প্রকৌশলী নুরুল ইসলাম, আইডিইবি’ যশোর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা হারুন অর রশীদ, আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক রুহল আমিন প্রমুখ।

২০১৪ সালের ১৩ নভেম্বর যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ধানমন্ডির বাসা থেকে তার পূত্রবধূ ডা. শামারুখ মাহজাবিন সামার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামার বাবা প্রকৌশলী নুরুল ইসলাম মেয়ের শ্বশুর খান টিপু সুলতান, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের ভিত্তিতে ময়নাতদন্ত, পুনঃময়নাতদন্ত করেও ঘটনার এক দশকে মৃত্যু রহস্যের জট খোলেনি।

Share.
Exit mobile version